হেলেঞ্চায় ২১শে উদযাপন করলো আলোর দিশারী

21/02/2014 14:56

হট রিপোর্ট বাগদা ঃ-

                আন্তর্জাতিক ভাষা দিবস ২১শে ফেব্রুয়ারী উদযাপন উপলক্ষ্যে বাগদা ব্লকের বিভিন্ন স্কুল, বিডিও অফিস, বিভিন্ন ক্লাব সংগঠন গুলি ভিন্নভিন্ন কর্মসুচী গ্রহন কর৷ এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল হেলেঞ্চার সেচ্ছাসেবী ও সমাজ কল্যান মূলক সংগঠন ‘আলোর দিশারী সংস্থা’ ও ‘বাগদা বিডিও অফিস’৷ ‘আলোর দিশারী সংস্থা’ দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোর দিশারী দেওয়াল পত্রিকা ও আলোর দিশারী বার্ষিক পত্রিকা প্রকাশ, প্রতিযোগীতা মূলক অঙ্কন, আবৃতি, বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করেন এবং সংশাপত্র ও পুরস্কার বিতরণ করেন৷ উক্ত অনুষ্ঠানে বিশিষ্ঠ জনেদের মধ্যে উপস্থিত ছিলেন হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাদল কৃষ্ণ সরকার ও নকুল চন্দ্র হীরা, হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সম্পাদক স্বপন মণ্ডল, কবি-সাহিত্যিক সৌরজিৎ দাস, কবি-শিল্পী সমাধান দেবনাথ, সংশপ্তক পত্রিকার সম্পাদক সত্য চন্দ্র মোদক, শিক্ষিকা মৃদুলা বিশ্বাস৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সম্পাদক সুজল বৈদ্য৷