হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
হট রিপোর্ট, বাগদা ঃ- ৫৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৫ অনুষ্ঠিত হল গত ২১শে জানুয়ারী হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়(উঃ মাঃ)মাঠ প্রাঙ্গনে৷ দিবসটির শুভ সূচনা হয় মশাল প্রজ্জ্বলন এবং মাঠ পরিক্রমা, জাতীয় পতাকা উত্তোলন, ৫৭টি প্রদীপ প্রজ্জ্বলন, বেলুন ওড়ানো, বাজি পোড়ানোর মধ্য দিয়ে৷ তারপর প্রতিযোগীতা মূলক ভাবে শুরু হয় রবীন্দ্র নৃত্য, দৌড়, লাফদড়ি, স্লো সাইকেল রেস, রিলে-রেস, মিউজিকাল চেয়ার, ভলিবল পাস ইত্যাদি প্রতিযোগীতা৷ বিদ্যালয় পরিচালনা কমিটির সম্পাদক বিশিষ্ঠ সমাজ সেবক, বাগদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহঃসভাপতি, বাগদা পঞ্চায়েত সমিতির বর্তমান পূর্ত কর্মাধক্ষ্য কার্ত্তিক বাইনের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ঠ জনেদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিশিষ্ঠ শিক্ষক-শিক্ষিকা গন, সাংবাদিক ও এলাকার বিশিষ্ঠ ব্যাক্তিবর্গরা৷ এসকল ব্যাক্তিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন৷
