হেলেঞ্চা ডঃ বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে তৃণমুলছাত্র পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


হট রিপোর্ট, বাগদা: মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর চিন্তাধারাকে বাস্তবায়িত করার জন্য হেলেঞ্চা ডঃ বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে তৃণমুলছাত্র পরিষদের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল গত ৭ই ডিসেম্বর মহাবিদ্যালয় চত্বরে৷ উক্ত কর্মী সম্মেলনে মহাবিদ্যালয়ে তৃণমুলছাত্র পরিষদের ভি.পি মৃনাল বিশ্বাস শানু ও জি.এস স্বরজিৎ ঢালী সন্তু ছাত্র পরিষদের কর্মীদের উদ্দেশ্যে বলেন, মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আদর্শে অনুপ্রানিত হয়ে সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে সকলকে একত্রিত ও ঐক্যবদ্ধ হবার আহবান জানান৷ উক্ত কর্মী সম্মেলনে শতাধধিক তৃণমুলছাত্র পরিষদের কর্মী উপস্থিত ছিল৷
উল্লেখ্য, হেলেঞ্চা ডঃ বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে তৃণমুলছাত্র পরিষদের এই কর্মী সম্মেলনে বহিরাগত কোন নেতাদের আমন্ত্রন জানানো হয়নি৷ মহাবিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র পরিষদের সকল নেতা-কর্মীদের মধ্যান্ন ভোজে আপ্যায়নের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে৷
