হেলেঞ্চা পাটকেল পোতা রাস্তা পাকা করন

হট রিপোর্ট বাগদা ঃ-
বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য বলিষ্ট তৃণমুল নেতা কার্ত্তিক বাইনের ঐকান্তিক প্রচেষ্টায় ইন্দিরা গান্ধী সড়ক যোজনার আওতায় পাঁচ কোটি সাত লক্ষ টাকা ব্যায়ে নির্মান হতে চলেছে এলাকার বহু প্রতিক্ষিত হেলেঞ্চা পাটকেল পোতা রাস্তা৷ এই রাস্তাটি এত দিন ছিল যানবাহন চলাচলের অযোগ্য অথচ এই রাস্তাটিই সুনড়ো, কলাধরপুর, জগদীশপুর, কাঁঠালে, হামকুড়ো, ঝাঁউখালি, মাইলদা, মোস্তাপুর ইত্যাদি গ্রাম থেকে পাটকেলপোতা গ্রামের লোকজনের হেলেঞ্চার উচ্চ বালিকা বিদ্যালয়, থানা, ভূমি অফিস, সাবঃরেজিষ্ট্রী অফিস ও হেলেঞ্চা হাটে আসার একমাত্র রাস্তা৷ এই রাস্তাটি এত দিন ছিল যানবাহন চলাচলের অযোগ্য হওয়ায় উক্ত গ্রামবাসীগন সীমাহীন দুর্ভোগের স্বীকার হচ্ছিল৷ বর্তমানে এই রাস্তাটি পাঁকাকরন হওয়ায় এলাকার জনমনে শান্তির সু-বাতাস বইতে শুরু করেছে৷
