হেলেঞ্চা বি.আর.আহম্মেদকর শত বার্ষিকী মহাবিদ্যালয়ের ভি.পি নির্বাচিত
হট নিউজ, বাগদা: টানটান উত্তেজনা, অজস্র পুলিশ ও ব্যাপের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হেলেঞ্চা বি.আর.আহম্মেদকর শত বার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ২০১৫ অনুষ্ঠিত হলো গত কাল৷ এই নির্বাচনে মন্ত্রী সমর্থিত গোষ্টির ভি.পি প্রার্থী টি.এম.সি.পির ‘পলাশ বল্লভ’ ও তার প্যানেল তৃণমুল কংগেসের বিক্ষুব্ধ গোষ্টির ভি.পি প্রার্থী ‘কৌশিক বাইন’ ও এস.এফ.আই এর ভি.পি প্রার্থী ‘কমঃআনন্দ রায়’ ও তার প্যানেল কে পরাজিত করে হেলেঞ্চা বি.আর.আহম্মেদকর শত বার্ষিকী মহাবিদ্যালয়ের ভি.পি নির্বাচিত হলো৷ নির্বাচনের আগে-পরে টিএমসিপির দু’গ্র্রুপের মধ্যে বার দু’য়েক মত টক্কর লাগে ব্যাপের লাঠির আঘাতে আহত হয় এক ছাত্র৷ আহত ছাত্রের নাম সুজিত ঘোষ৷ বড় আকারের সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারি করা হয় মহাবিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে৷ সাংবাদিকদেরও ভেতরে ঢোকার অনুমতি ছিলনা বলে মহাবিদ্যালয়ের অধ্যক্ষা রূপলীনা চক্রবর্তী জানান৷ ওই দিন সন্ধ্যায় ফল প্রকাশের পর পলাশ বল্লভের সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠে৷
