হেলেঞ্চা বি.আর.আহম্মেদকর শত-বার্ষিকী মহাবিদ্যালয়ে তৃণমুল ছাত্র পরিষদের অবস্থান কর্মসূচী পালন
হট নিউজ, বাগদা: হেলেঞ্চা বি.আর.আহম্মেদকর শত-বার্ষিকী মহাবিদ্যালয়ের তৃণমুল ছাত্র পরিষদের ছাত্ররা ৯দফা দাবী আদায়ের লক্ষ্যে গত ১৭ই আগষ্ট সারা দিন ব্যাপী এক গন অবস্থান কর্মসূচী পালন করে৷ দাবী গুলির মধ্যে ছিল ১। কলেজে দ্রুত ইনফো লাইব্রেরী বা আই লাইব্রেরী স্থাপন৷ ২। ছাত্র-ছাত্রীদের জন্য সাইকেল শেড নির্মান৷ ৩৷ ছাত্র-ছাত্রীদের জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যাবস্থা করা৷ ৪। ছাত্রীদের জন্য লেডিস কমন রুমের ব্যাবস্থা করা৷ ৫। মাটি ফেলে কলেজ মাঠের উন্নয়ন করা৷ ৬। কলেজে রিডিং রুম স্থাপন করা৷ ৭। ভূগোল ও ইংরাজীতে অনার্স আনার জন্য যথাযত স্থানে আবেদন করা। ৮। বিজ্ঞান বিভাগ চালুর প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা৷ ৯। কলেজ প্রাঙ্গনে বহিরাগতদের অবাঞ্ছিত অনুপ্রবেশ বন্ধে কত্তৃপক্ষের কড়া ব্যাবস্থা গ্রহন করা৷ সারাদিন ব্যাপী মহাবিদ্যালয়ের এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠানে তৃণমুল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন, যুব তৃণমুল কংগ্রেসের ব্লক সভাপতি হিবজুর রহমান মন্ডল, টিএমসিপির ব্লক সভাপতি বিপ্লব সরকার, তৃণমুল নেতা নলীনি বিশ্বাস, যুবনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, তরুন মন্ডল, প্রসেন মন্ডল, অসিত মন্ডল, দিপক ঘোষ, মন্মথ বিশ্বাস, অপর্না মন্ডল, মধুসূধন বিশ্বাস, সম্রাট বিশ্বাস প্রমূখ৷ মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এ সকল দাবীদাবার ব্যাপারে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্যা রুপলীনা ব্যানার্জীর সাথে আলাপকালে জানান, ছাত্র-ছাত্রীদের দাবীদাবা গুলি অমুলক নয়, এদের অনেক দাবী ইতি মধ্যেই পুরন করা হয়েছে, অন্যআন্য দাবীদাবা গুলি এখনি পূরন করার মত যথেষ্ট টাকা কলেজ ফান্ডে নেই এবং ছাত্র-ছাত্রীদের প্রতিনিধি জিবি সদস্য নবনীতা টিকাদার বিগত জিবি কমিটির মিটিংয়ে হাজির হয়ে তাদের দাবীদাবা জানায়নি তাই এগুলো জিবি কমিটির পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত দিয়ে ব্যাবস্থা নেবার আশ্বাস দেন৷ ভূগোল ও ইংরাজীতে অনার্স আনার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সাপেক্ষ, যথা সয়মে সেটাও সম্ভব হওয়ার আশা তিনি ব্যাক্ত করেন৷
