৫০বর্ষ পুর্তি উপলক্ষ্যে বর্ডার রোডে বিএসএফের ১৮৫ কিঃমিঃ দীর্ঘ রিলে রেস৷
হট নিউজ, বাগদা: গ্রীনিজ বুকের রেকর্ড ভেঙ্গে এবার লিমকা বুকে নাম লেখাতে চলেছে বিএসএফ৷ বিএসএফের ১নং ব্যাটলিয়নের সিও কৃপা শংকর শুক্লার সাথে আলাপ কালে ঠিক এমনটাই দাবী করলেন তিনি৷ বিএসএফের ১৯৬৫ থেকে ২০১৫ ইং সাল অবধি পঞ্চাশ বছর পুর্তি উপলক্ষ্যে গত ২৪শে আগষ্ট ১৮৫ কিঃমিঃ দীর্ঘ বর্ডার রাস্তায় পতাকা নিয়ে এক রিলে রেসের আয়োজন করে বিএসএফের ৫টা ব্যাটলিয়নের জওয়ানরা৷ এই রিলে রেসে অংশ গ্রহনকারী কৃষ্ণনগর সেক্টরের অধীন ৫টা ব্যাটলিয়ন যথাক্রমে ৮১, ২৬, ০১, ১৭৩ ও ১৩০ নং৷ এই রিলে রেসের এই বিশেষ দিনটিকে আরো স্মরনীয় করতে বিএসএফের সিভিক এ্যাকশন প্রোগ্রামের আওতায় ১নং ব্যাটলিয়নের সিও কৃপা শংকর শুক্লা তার এলাকা রনঘাট বিএসএফ ক্যাম্প এলাকায় মশ্যমপুর, রনঘাট, সিঙ্গামোড়া ও চুয়াটিয়া থেকে আসা ফুটবল প্রেমী যুবকদের সু-স্বাস্থ্য কামনায় উক্ত ৪ এলাকার টিম লিডারদের হাতে ১টা ফুটবল, ১টা ভলিবল, ১টা ভলিবল নেট ও ১সেট ফুটবলের গোলপোষ্ট নেট সমৃদ্ধ একটা করে গীফট বক্স তুলে দেন৷ তিনি উপস্থিত খেলোয়াড়দের প্রত্যেক কে ১টি করে এই সুবর্ণ জয়ন্তী বর্ষের বিশেষ টুপিও প্রদান করেন৷ বিএসএফ জওয়ারা এই বিশেষ দিনটিতে উপস্থিত লোকজন ও ছোট ছেলে মেয়েদের মাঝে চকলেট বিতরন করেন৷ রনঘাট বিএসএফ ক্যাম্পের সামনে ফুটবল মাঠে আয়োজন করা হয় ১ দিনের ৪ দলীয় এক সিভিক ফুটবল টুর্নামেন্টেরও৷ ১৮৫ কিঃমিঃ দীর্ঘ বর্ডার রাস্তায় অনুষ্ঠিত এই রিলে-রেস আরাম্ভ হয় সকাল সাড়ে ছ’টায়৷ বয়রা উত্তরপাড়া ক্যাম্প থেকে শুরু করে পাথরঘাটা ক্যাম্প এলাকায় শেষ হয়৷ উল্লেখ্য, বিএসএফের এই ঐতিহাসিক রিলে-রেসে ১নং ব্যাটলিয়নের শেষ নারায়নপুর এলাকায় রিলে-রেসের পতাকা নিয়ে সয়ং সিও কৃপা শংকর শুক্লা নিজে দৌড়িয়েছেন বলে জানা গেছে৷
