‘বাগদা আলোর দিশারী সংঘের উপহার বিতরণ
হট রিপোর্ট বাগদা: ২৬শে অক্টোবর, সমাজ কল্যান মূলক সেচ্ছাসেবী সংগঠন ‘বাগদা আলোর দিশারী সংস্থা’ গত ২8শে অক্টোবর শুভ দীপাবলী উপলক্ষ্যে হেলেঞ্চা হাই স্কুল প্রাঙ্গনে আয়োজন করলো দুস্থ ও গরীবদের মাঝে উপহার প্রদান সহ এক বিশেষ সেবাদান অনুষ্ঠানের৷ উক্ত অনুষ্ঠানে এলাকার দুস্থ ও গরীবদেরকে পেটভরে খাইয়ে প্রত্যেককে উপহার হিসাবে ১টা করে ষ্টিলের থালা প্রদান করা হয়৷ এই মহতী অনুষ্ঠানে বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, শিক্ষক ও সমাজ সেবক অঘোর হালদার, বাদলকৃষ্ণ সরকার, সমাজ সেবক অশোক বিশ্বাস, দিব্যেন্দু বিশ্বাস, ডাঃ নিখিল অধিকারী প্রমূখ৷ উক্ত সেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক সুজল বৈদ্য জানান, দীর্ঘদিন ধরে নিঃস্বার্থ ভাবে তাদের বিভিন্ন রকমের সমাজ কল্যান মূলক কর্মকান্ডে অংশ গ্রহনে এলাকায় তাদের সংগঠন, “বাগদা আলোর দিশারী সংস্থা” আজ জনগনের ‘আত্মার’ সংগঠনে পরিনত হয়েছে৷
