“ভোটে জিতে আজ আমরা পাগলু পাগলু আর দল চালাবেন বাংলু বাংলু তাহবেনা তাহবেনা”- কার্ত্তিক বাইন

23/03/2014 18:34

হট রিপোর্ট(বাগদা) ঃ-

             পার্টিকে উপযুক্ত মর্য্যাদা না দিলে আমরা ব্যাক্তি পুজা করতে রাজি নই, মমতা ব্যানার্জির ফটো বিক্রীকরা তৃণমুল, টাউটার তৃণমুল, মিথ্যা মামলা দায়ের করা তৃণমুল, এদেরকে তৃণমুলের নামে ব্যাবসা করতে বা ফায়দা তুলতে দেব না, আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে গত ১৭ই ফেব্রুয়ারী হেলেঞ্চা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত তৃণমুলের কর্মী সভায় এক রাশ ক্ষোভ উগরে দিয়ে কথাগুলো বললেন প্রাক্তন বিধায়ক দুলাল বর৷ অপর দিকে তৃণমুল কংগ্রেস পরিচালিত বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য কার্ত্তিক বাইনও তাঁর ক্ষোভ উগরে দিয়ে বললেন, “ভোটে জিতে আজ আমরা পাগলু পাগলু আর দল চালাবেন বাংলু বাংলু তাহবেনা তাহবেনা”, বিপুল ভোটে ফেল করা ব্যাক্তিরা বাগদা পঞ্চায়েত সমিতি চালাতে পারেনা, দল নিয়ে ব্যাবসা করা চলবে না, তিনি এর প্রতিবাদ জানাচ্ছেন, ব্যাক্তি প্রচার নয় তাঁরা নেত্রী মমতা ব্যানার্জির প্রচার করছেন বলে জানান৷ বনগাঁ লোকসভার প্রার্থী কপিল কৃষ্ণ ঠাকুরকে গতবারের তুলনায় এবারে আরো বেশি ভোটে জয়যুক্ত করাবার আশাবাদ ব্যাক্ত করেন৷

           তৃণমুলের উক্ত কর্মী সভায় বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমুলের কংগ্রেস বাগদা ব্লক সভাপতি দীলিপ ঘোষ, সহঃ সভাপতি কার্ত্তিক বাইন, তৃণমুল নেতা তরুন ঘোষ, দুলাল বর, প্রতিমা রায় প্রমুখ৷ উল্লেখ্য উক্ত কর্মী সভায় বাগদার বিধায়ক ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাস সহ তাঁর ঘনিষ্ঠদের উপস্থিতি পরিলক্ষিত হয়নি এমনকি ইতি পুর্বে বিধায়ক ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাসের সভাতেও তৃণমুলের কংগ্রেস বাগদা ব্লক সভাপতি দীলিপ ঘোষ ও তৎ ঘনিষ্ঠদের উপস্থিতিও পরিলক্ষিত হয়নি৷ এ ব্যাপারে ব্লক সভাপতি দীলিপ ঘোষ কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাস শুধু বিধায়কই নন উঁনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীও সে-কারনে উঁনাকে সর্ব্বদা ব্যাস্ত থাকতে হয়, সম্ভবত জানানোর সত্ত্বেও তিনি হাজির থাকেতে পারেননি৷ ঘনিষ্ঠদের উপস্থিতির ব্লক সভাপতি দীলিপ ঘোষ কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, অঞ্চল সভাপতি অরুন সরকারকে তাঁর এলাকার সবাইকে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে এবার আসা-নাআসা সম্পুর্ন তাঁদের ব্যাক্তিগত ব্যাপার৷ সভায় তৃণমুলের দু’গ্রুপের উপস্থিতির ব্যাপারে প্রাক্তন বিধায়ক দুলাল বরের বক্তব্য, কোন মন্ত্রী বা বিধায়কই নিজে মিটিং ডাকতে পারেন না ব্লক সভাপতি কে মিটিং ব্লক সভাপতি কে মিটিং বলতে হয়, আবার ব্লক সভাপতি কোন মিটিং ব্লক সভাপতি কোন মিটিং ডাকলে লোকাল বিধায়ক কে জানাতে হয়, এখানে কেউই কোন নিয়ম নীতি মানছেন না৷ সভা শেষে দুই সহস্রাধিক নেতা কর্মীর সমন্বয়ে একটা মিছিল হেলেঞ্চা বাজারের প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে৷